নিজস্ব সংবাদদাতাঃ রাজস্থানঃ রাজস্থানের টঙ্ক জেলা থেকে উদ্ধার হলো বিপুল বিস্ফোরক বোঝাই একটি গাড়ি। এই ঘটনায় দু’জন ব্যক্তিকে আটক করা হয়েছে। অভিযুক্তদের নাম সুরেন্দ্র পাটোয়া ও সুরেন্দ্র মোচি।

সূত্রের খবর, এদিন একটি মারুতি সিয়াজ গাড়ি থেকে ইউরিয়া সারের বস্তায় লুকোনো ১৫০ কেজি অ্যামোনিয়াম নাইট্রেট মেলে। এ ছাড়াও গাড়িটি থেকে প্রায় ২০০টি কার্তুজ এবং ছয় বান্ডিল সেফটি ফিউজ তার (প্রায় ১,১০০ মিটার) পাওয়া গিয়েছে। উল্লেখ্য, ১০ নভেম্বর লালকেল্লার কাছে হওয়া বিস্ফোরণে ব্যবহার হয়েছিল অ্যামোনিয়াম নাইট্রেট। গোপন সূত্রে খবর পেয়ে এ দিন তল্লাশি চালায় বারোনি থানার পুলিশ। তাতেই সন্ধান মেলে এই বিস্ফোরক বোঝাই গাড়িটির। তাতে থাকা দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এই বিপুল পরিমাণ বিস্ফোরক কী জন্য আনা হয়েছিল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এই বিপুল পরিমাণ বিস্ফোরকের উপস্থিতি কোনও হামলার ছকেরই ইঙ্গিত দিচ্ছে। তবে কোথায়, কী ভাবে এই হামলার পরিকল্পনা ছিল, তা এখনও স্পষ্ট নয়। এর নেপথ্যে আর কারা জড়িয়ে, তা জানার চেষ্টা করছে পুলিশ। তবে বুন্দি থেকে টঙ্কে ওই বিস্ফোরক নিয়ে যাওয়া হচ্ছিল বলে খবর। লালকেল্লা বিস্ফোরণের সঙ্গে ধৃতদের কোনও যোগ আছে কি না তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
Sponsored Ads
Display Your Ads Here









