নিজস্ব সংবাদদাতাঃ মধ্যপ্রদেশঃ গতকাল রাতেরবেলা মধ্যপ্রদেশের রাজগড় জেলার পিপলোড়িজাদে বিয়েবাড়ির যাওয়ার পথে একটি ট্র্যাক্টর উল্টে চার জন শিশু সহ ১৩ জনের মৃত্যু হয়েছে। আর ২৫ জন আহত হয়েছেন। এই দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকলেই ট্র্যাক্টরে করে একটি বিয়েবাড়িতে যাচ্ছিলেন। আচমকা মাঝ রাস্তায় লোক সহ ওই ট্র্যাক্টরটি উল্টে যেতেই এই দুর্ঘটনার কবলে পড়েন। এরপর প্রত্যক্ষদর্শীদের সহায়তায় আহতদের রাজগড় জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এদের মধ্যে দু’জনের মাথায় ও বুকে গুরুতর আঘাত লাগায় তাদেরকে ভোপাল হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। কিন্তু এই দুর্ঘটনাটি ঘটেছে কিভাবে তা ভালোভাবে খতিয়ে দেখা হচ্ছে।