নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ এবার রুপোর কয়েন কিনে সেগুলি প্রাচীন মুদ্রা বলে দাবী করে চড়া দামে বিক্রির কারবার চালাচ্ছিল একদল দুষ্কৃতী। দীর্ঘ দিন থেকেই এই চক্র বিহার ও ঝাড়খণ্ডের মতো রাজ্যে সক্রিয় ছিল। এমনকি ওই চক্র এই রাজ্যেও ওই প্রতারণার ব্যবসা শুরু করার পরিকল্পনা করেছিল।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সূত্রে পুলিশ জানতে পারে যে ওই চক্রের সদস্যেরা মূল্যবান প্রাচীন মুদ্রা বিক্রি করবে বলে কয়েক জনকে হাওড়া স্টেশন সংলগ্ন এলাকায় ডেকেছে। এরপর গোলাবাড়ি থানার পুলিশ খবর পেয়েই সেখানে অভিযান চালিয়ে একটি হোটেলের সামনে থেকে সমগ্র দলটিকে ঘিরে ওই দলের ১৩ জনকে হাতেনাতে ধরে ফেলেন।
পুলিশ তল্লাশি চালিয়ে ধৃতদের কাছ থেকে দু’টি রুপোর কয়েন উদ্ধার করেছে। আর ধৃতরা দোকান থেকে কেনা এই প্রাচীন রুপোর কয়েন বিক্রির নামে হাজার হাজার টাকা হাতিয়ে নিত। ধৃত ১৩ জনের মধ্যে দু’জন হাওড়ার বাসিন্দা।
এ দিন ধৃতদের হাওড়া আদালতে তোলা হলে বিচারক ১৪ দিন বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দেন। এর পাশাপাশি পুলিশের তরফ থেকে এই চক্রের সাথে আর কেউ যুক্ত আছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।