ব্যুরো নিউজঃ জর্জিয়াঃ জর্জিয়ার গুদৌরির পার্বত্য এলাকার উচ্চতম ও বৃহত্তম স্কি রিসর্টে একসাথে ১২ জন ভারতীয় মৃত্যু হয়েছে। তিবলিসির ভারতীয় দূতাবাস দাবী করেছে, মৃত বারো জনই ভারতীয় নাগরিক। এদিকে, জর্জিয়ার অভ্যন্তরীণ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, নিহতদের মধ্যে এগারো জন বিদেশী এবং একজন জর্জিয়ার নাগরিক রয়েছেন। উল্লেখ্য, সাবেক সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল।
প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, শুক্রবার রাতেরবেলা রিসর্টের তিনতলায় একটি বদ্ধ জায়গার মধ্যেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর জেনারেটর চালানো হয়েছিল। ওই জেনারেটর রিসর্টের বেডরুমগুলির একেবারে কাছে ছিল। অতএব, বদ্ধ জায়গায় ধোঁয়া জমে গিয়ে বিষাক্ত কার্বন মনোক্সাইড গ্যাস শরীরে ঢুকে সম্ভবত ঘুমন্ত অবস্থাতেই সকলের মৃত্যু হয়। ইতিমধ্যে মৃতদেহ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
পাশাপাশি গাফলতির কারণে মৃত্যুর ধারায় মামলাও রুজু করা হয়েছে। যদিও ময়নাতদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে জানা যাবে। ফরেন্সিক বিশেজ্ঞরাও ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছেন। অন্যদিকে, তিবিলিসির ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে ঘটনায় শোকপ্রকাশ করা হয়েছে। আবার জর্জিয়ার স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করে নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে বলে ভারতীয় দূতাবাসের তরফ থেকে জানানো হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here