Indian Prime Time
True News only ....

কাবেরী নদীর জল ছাড়ার প্রতিবাদে রাজ্য জুড়ে চলছে ১২ ঘন্টার বন্‌‌ধ

- Sponsored -

- Sponsored -

- Slide Ad -

নিজস্ব সংবাদদাতাঃ কর্ণাটকঃ আজ কর্ণাটকের তামিলনাড়ুতে অবস্থিত কাবেরী নদীর জল ছাড়ার প্রতিবাদে সকালবেলা ৬টা থেকে সন্ধ্যাবেলা ৬টা অবধি বন্‌‌ধের ডাক দিয়েছে কন্নড়পন্থী সংগঠন কুট্টা ও কন্নড় সহ কৃষক সংগঠনগুলি। এদিন সকালবেলা থেকেই বেঙ্গালুরু সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে বন্‌‌‌ধের ছবি ধরা পড়েছে।

বেঙ্গালুরুতে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ রাখা হয়েছে। আর শপিং মল এবং সিনেমা হলগুলি বন্ধ থাকবে। এছাড়া ওলা ও উবরের মতো ক্যাব পরিষেবা মিলবে না। এমনকি বিমান পরিষেবাতেও প্রভাব পড়তে পারে। তবে রাজ্য সরকার পরিবহণ নিগম এবং বেঙ্গালুরু পরিবহণ নিগমের বাস পরিষেবা চালু থাকবে। হাসপাতাল ও অ্যাম্বুলেন্সের মতো জরুরী পরিষেবা সচল রাখা হবে। আর ব্যাংকও খোলা থাকবে। 

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

পুলিশ অপ্রীতিকর পরিস্থিতি রুখতে শহরের বিভিন্ন প্রান্তে ১৪৪ ধারা জারি করেছে। মান্ড্য জেলাতেও ১৪৪ ধারা জারি করা হয়েছে। প্রসঙ্গত, দীর্ঘদিন থেকে কাবেরী নদীর জল নিয়ে কর্ণাটক এবং তামিলনাড়ুর মধ্যে বিবাদ। সম্প্রতি কাবেরী জল বণ্টন পর্ষদ বা কাবেরী ওয়াটার ম্যানেজমেন্ট অথরিটি (সিডব্লিউএমএ) তামিলনাড়ুকে পনেরো দিনের জন্য পাঁচ হাজার কিউসেক জল ছাড়তে নির্দেশ দিয়েছে।

এই সিদ্ধান্তে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করতে না চাওয়ায় বন্‌‌ধ ডাকা হয়েছে। তাই গত কয়েক দিন থেকে রাজ্যে কাবেরী নদীর জল ছাড়া ঘিরে বিক্ষোভের ছবি ধরা পড়েছিল। বিভিন্ন এলাকায় অচলাবস্থা চলছিল। এর মধ্যেই এদিন ১২ ঘণ্টার বন্‌ধ ডাকা হলো। বিজেপি ও জেডিএসের মতো দলগুলি এই বন্‌ধকে সমর্থন জানানোর পাশাপাশি রাজ্যের অটো রিকশা এবং হেল রাইডার্স অ্যাসোসিয়েশন এই বন্‌ধকে সমর্থন জানিয়েছে।

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored