নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ আজ হাওড়ার ফোরশোর রোডের একটি প্লাস্টিক কারখানায় আগুন লেগে সেখান থেকে কারখানা সংলগ্ন একটি গুদামে আগুন ছড়িয়ে পড়ে তীব্র চাঞ্চল্য শুরু হয়। এই অগ্নিকাণ্ডের জেরে চারিদিক কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়।
আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল বিভাগকে খবর দেওয়া হলে দমকল কর্মীরা বারোটি ইঞ্জিন সহ তিনটি পাম্প ঘটনাস্থলে নিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। যে গুদামটিতে আগুন লেগেছে, তার ঠিক পাশে একটি পেট্রোল পাম্প থাকায় আশঙ্কা তৈরী হয়েছে। তাই ভয়ঙ্কর কোনো পরিস্থিতি এড়াতে ইতিমধ্যেই পেট্রোল পাম্পটিকে বন্ধ করা হয়েছে।
এছাড়া ফোরশোর রোডের একাংশ বন্ধ করে আগুন নেভানোর কাজ চলছে। হাওড়া ও শিবপুর থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে। দমকলমন্ত্রী সুজিত বসুও খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছছেন। কিন্তু গুদামে কি মজুত করা ছিল, তা জানা না গেলেও স্থানীয়দের একাংশের দাবী, “ওই গুদামটিতে প্রচুর পরিমাণ প্লাস্টিকের জিনিস মজুত করা ছিল।” তবে আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে।