Indian Prime Time
True News only ....

বিজ্ঞাপন লাগানোর সময় ক্রেনের তার ছিঁড়ে আহত ২ জন

- Sponsored -

- Sponsored -

- Slide Ad -

নিজস্ব সংবাদদাতাঃ হুগলীঃ গতকাল হুগলীর চুঁচুড়ার সুকান্তনগরের কোদালিয়া এক নম্বর পঞ্চায়েতের অন্তর্গত জিটি রোডে বিজ্ঞাপনের জন্য একটি ওভারহেড লোহার কাঠামোকে স্তম্ভের সঙ্গে জোড়ার সময় ক্রেনের তার ছিঁড়ে জখম হলেন ২ জন কর্মী। এই দুর্ঘটনার জেরে কলকাতাগামী একটি গাড়ির ছাদও ক্ষতিগ্রস্ত হয়।

স্থানীয়রা জখম দুই জন কর্মীকে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে ভর্তি করেন। সাতসকালে জিটি রোডের উপর কোনোরকম নিরাপত্তা ও সুরক্ষা ছাড়া যান নিয়ন্ত্রণ না করে এমন কাজ চলছিল কেন তা নিয়ে প্রশ্নও উঠেছে।

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

চন্দননগর কমিশনারেটের এক জন কর্তা জানান, “পুলিশকে ওই কাজ নিয়ে জানানো হয়নি। তাই ওখানে যান নিয়ন্ত্রণের জন্য পুলিশ মোতায়েন করা হয়নি। এই দুর্ঘটনার জেরে জিটি রোডে যানজট হলে কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি আয়ত্তে আনা হয়।”

প্রশাসন সূত্রে খবর, কলকাতার একটি বিজ্ঞাপনী সংস্থার সাথে বার্ষিক ২৫ হাজার টাকার চুক্তি করেছিল। ওই সংস্থাই কাঠামো লাগানোর তত্ত্বাবধানে ছিল। পঞ্চায়েতের উপপ্রধান তৃণমূলের দেবাশীষ চক্রবর্তী বলেন, “কাজ যে শুরু হয়েছিল তা জানানো হয়নি। আর ওই বিজ্ঞাপন সংস্থার সাথে যোগাযোগ করাও সম্ভব হয়নি।”

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored