ব্যুরো নিউজঃ ইরাকঃ ইরাকের উত্তরাঞ্চলের একটি গ্রামে আইএসের হামলায় প্রাণ হারালেন ১১ জন। মৃতদের মধ্যে একজন মহিলা। হামলায় আহত হয়েছেন ১১। এদের মধ্যে বেশ কয়েকজনের আঘাত অত্যন্ত গুরুতর।
সূত্রের ভিত্তিতে জানা গিয়েছে, গতকাল মুকদাদিয়া শহরের অদূরে আল-হাওয়াশায় হামলা হয়। যেখানে সশস্ত্র জঙ্গিদের একটি দল গ্রামে ঢুকে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। এই ঘটনায় ঘটনাস্থলে সাত জন প্রাণ হারিয়েছেন। আর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরো চার জনের মৃত্যু হয়েছে।
যদিও আইএসের তরফ থেকে হামলার দায় স্বীকার করে কোনো বিবৃতি দেওয়া হয়নি। যদিও সাম্প্রতিক অতীতে ইরাকের বুকে ঘটে যাওয়া একাধিক হামলার নেপথ্যে যে এরাই ছিল সেই বিষয়ে কোনোরকম সন্দেহ নেই।
প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, ২০১৪ সালে বিশ্বত্রাস আইএস ইরাকের বিভিন্ন এলাকা দখল করে। এই সাত বছরের মধ্যে দেশের বিভিন্ন প্রান্তে কুখ্যাত এই জঙ্গি সংগঠন নির্বিবাদে হামলা চালিয়েছে। যাতে বহু মানুষ প্রাণ হারিয়েছেন।