নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশঃ উত্তরপ্রদেশে ভারী বৃষ্টিতে ১৭ টি জেলার ৯০০ টিরও বেশী গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। মৃত্যু হয়েছে ১১ জনের। এই বন্যার জেরে মাঠভরা ফসল একেবারে জলের তলায় চলে গেছে।
সূত্রের ভিত্তিতে জানা গেছে, উত্তরপ্রদেশে বন্যার কারণে প্রায় সাড়ে আট লক্ষ মানুষের জীবনে বিপর্যয় নেমে এসেছে। উত্তরপ্রদেশের পাশাপাশি দেশের একাধিক রাজ্য বন্যায় বিপর্যস্ত। ইতিমধ্যেই চেন্নাই পুলিশ ও শহরের দমকল বিভাগ দুর্গত মানুষদের উদ্ধার করার কাজ শুরু করেছে।
কর্নাটকের কোপ্পাল জেলাতেও বন্যার কারণে একাধিক রাস্তা জলের তলায় রয়েছে। রাজধানী দিল্লিতেও বৃষ্টিপাতের পরিমাণ বেড়েছে। আজ মৌসম ভবন দিল্লিতে বৃষ্টির পূর্বাভাস জারি করেছে। সিকিমে ভারী বৃষ্টি হওয়া নিয়ে লাল সতর্কতা জারি করা হয়েছে।
এছাড়া এদিন অবধি এই রাজ্যের উত্তরবঙ্গের কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে খুব ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।