ব্যুরো নিউজঃ ইন্দোনেশিয়াঃ গতকাল ইন্দোনেশিয়ার জাভা প্রদেশে মাউন্টে মেরাপি পর্বতে অভিযানে গিয়ে ভয়ানক অগ্নুৎপাতে মৃত্যু হয়েছে প্রায় ১১ জন পর্বতারোহীর। এই ঘটনায় নিখোঁজ হয়েছেন অন্তত ১২ জন পর্বতারোহী। আশঙ্কা করা হচ্ছে লাভার স্রোতে পড়ে তাদের মৃত্যু হয়েছে।
সূত্রের খবর, অগ্নুৎপাতের জেরে আশেপাশের গ্রামগুলিতে ছাই ছড়িয়ে পড়ে। চারিদিক কালো ধোঁয়ায় ঢেকে যায়। এদিন উদ্ধারকারী দল মাউন্ট মেরাপির জ্বালামুখের নিকটবর্তী এলাকা থেকে তিন জনকে জীবিত অবস্থায় উদ্ধার করেন। এছাড়া কয়েক জন পর্বতারোহীর দেহও উদ্ধার করা হয়।
আহত পর্বতারোহীদের অনেকেরই দেহের একাধিক অংশ পুড়ে যাওয়ায় হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। বিপদের আঁচ পেয়ে বাকি ৫৪ জনকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। উল্লেখ্য যে, প্রায় পাঁচ হাজার দ্বীপের সমন্বয়ে গঠিত দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায় প্রায় ১৩০টি আগ্নেয়গিরি রয়েছে।
আর মধ্য জাভা ও যোগিয়াকার্তা প্রদেশের সীমান্তে অবস্থিত ২ হাজার ৮৯১ মিটার উচ্চতাবিশিষ্ট মাউন্ট মেরাপি জীবন্ত আগ্নেয়গিরি হিসাবে পরিচিত। ১৫৪৮ সাল থেকে নিয়মিতভাবে অগ্ন্যুৎপাত হয়েছে। এই আগ্নেয়গিরি ইন্দোনেশিয়া এবং জাভাতে ফায়ার মাউন্টেন নামে পরিচিত। এখানে অগ্ন্যুৎপাতের কারণে মাঝেমধ্যে ভূমিকম্প হয়ে থাকে। সম্প্রতি ইন্দোনেশিয়ার বহু এলাকা ভূ্কমিম্পে কেঁপে উঠেছিল।