ব্যুরো নিউজঃ লন্ডনঃ পূর্ব লন্ডনের ক্যানারি হোয়ার্ফ এলাকায় টেমস নদী থেকে উদ্ধার এক জন ভারতীয় ছাত্রের দেহ। এই ঘটনাকে কেন্দ্র করে রহস্যের দানা ঘনীভূত হয়েছে। মৃতের নাম মিতকুমার পটেল। বয়স ২৩ বছর।
কিন্তু গত ১৭ই নভেম্বর হাঁটতে গিয়ে ফেরেনি। সাথে চাবিও নিয়ে যায়নি। ফলে এক জন আত্মীয় পুলিশের কাছে নিখোঁজ ডায়েরী করেন। এরপর এক জন পথচারী মিতকুমারের দেহ টেমস নদীতে ভেসে থাকতে দেখে পুলিশের কাছে খবর দেন। পুলিশ খবর পেয়ে ২১ শে নভেম্বর তার দেহ নদী থেকে উদ্ধার করে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে এই মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু করেছেন।