নিজস্ব সংবাদদাতাঃ তামিলনাড়ুঃ তামিলনাড়ুর ভেলোরে হাওয়ালার টাকা পাচারের সময় যথাযথ নথি দেখাতে না পারায় পুলিশের হাতেনাতে ধরা পড়লো ৪ জন। উদ্ধার হওয়া টাকার পরিমাণ ১০ কোটি টাকা।
সূত্রের ভিত্তিতে জানা গিয়েছে, গতকাল ভেলোরের পাল্লিকোন্ডা থানার এক জন কনস্টেবল জাতীয় সড়কের ধারে কাজ করার সময় দেখতে পান, একটি গাড়ি থেকে কয়েক জন নেমে কিছু প্যাকেট নিয়ে জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা ট্রাকে পৌঁছে দিচ্ছেন।
এরপর তা নিয়ে সন্দেহ হওয়ায় ওই কনস্টেবল ট্রাকের কাছে গিয়ে প্রশ্ন করতেই উপস্থিত চার জন চার রকম উত্তর দেন। তারপর পুলিশের কাছে খবর দিতেই পুলিশ গাড়ি নিয়ে ঘটনাস্থলে এসে দেখেন ট্রাকে প্রচুর টাকা রয়েছে।
কিন্তু সেই টাকা সংক্রান্ত কোনো নথি দেখাতে না পেরে পুলিশ মাদুরাইয়ের ১৯ বছর বয়সী ওয়াসিম আক্রাম, চেন্নাইয়ের ব্রডওয়ের বাসিন্দা ৩৩ বছর বয়সী মহম্মদ নিসার আহমেদ, কেরলের কোঝিকোডের ৩৭ বছর বয়সী মহম্মদ সারবুদ্দিন ও ৪২ বছর নাসের নামে ওই চার জনকে গ্রেফতার করে ট্রাকটি বাজেয়াপ্ত করেন।
হাওয়ালার লেনদেনে এই টাকা ব্যবহার করার পরিকল্পনা ছিল। ট্রাকটি তামিলনাড়ু থেকে কেরলে যাচ্ছিল। আপাতত এই চক্রে আর কে কে জড়িত তা জানার চেষ্টা চলছে। এর পাশাপাশি আয়কর দপ্তরকে খবর দেওয়া হয়েছে। তাদের হাতে উদ্ধার হওয়া দশ কোটি টাকা তুলে দেওয়া হবে।