নিজস্ব সংবাদদাতাঃ মুম্বইঃ মুম্বইয়ের আন্ধেরির একটি হোটেলের বন্ধ ঘরের সিলিং ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় ৩০ বছর বয়সী আকাঙ্ক্ষা মোহন নামে এক উঠতি মডেলের দেহ উদ্ধার করা হয়েছে। ঘর থেকে একটি সুইসাইড নোটও পাওয়া গিয়েছে।
বুধবার রাতেরবেলা ৮ টায় আকাঙ্ক্ষা ওই হোটেলে আসেন। এমনকি ফোন করে নিজের ঘরে খাবারও আনান। কিন্তু পরদিন সকালবেলা হোটেলের কর্মীরা বহু বার ডেকেও সাড়া না পাওয়ায় পুলিশের কাছে খবর দেন।
পুলিশ সূত্রে জানা যাচ্ছে, হোটেলের ঘরের দরজা ভিতর থেকে বন্ধ থাকায় মাস্টার কির সাহায্য নিয়ে দরজা খোলা হয়। এরপর মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন। তবে এখনো পর্যন্ত এই ঘটনায় কোনো তৃতীয় ব্যক্তির জড়িত থাকার সূত্র খুঁজে পাওয়া যায়নি। ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি চিরকুট উদ্ধার হয়েছে।
যার মধ্যে সাদা কাগজে ইংরেজীতে লেখা ছিল, ‘আমি দুঃখিত। এই পরিণতির জন্য কেউ দায়ী নয়। আমি ভালো নেই। আমার শুধু শান্তি দরকার।’ যদিও ওই নোটটি আকাঙ্ক্ষার হাতে লেখা কিনা, তা খতিয়ে দেখার পাশাপাশি একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করা হয়েছে।