নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ ছেলেধরার পর এবার আজ পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের রাজকুমার খামরুইয়ের মোটর সাইকেল চোর সন্দেহে এক জন যুবককে গণপিটুনি দেওয়ার অভিযোগ উঠলো। এরপর এলাকাবাসী পিছমোড়া করে বেঁধে, সেই অবস্থায় রাস্তায় হাঁটিয়ে পুলিশের হাতে তুলে দিলেন। ধৃত যুবকের নাম দুলাল জমাদার। এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে যায়।
স্থানীয় সূত্রে খবর, অতি সম্প্রতি রাজকুমার মোটর সাইকেল চুরি হওয়া নিয়ে চন্দ্রকোণা থানায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। তবে অবশেষে এদিন দুলালকে এলাকাবাসীরা হাতেনাতে ধরে বেধড়ক মারধর শুরু করেন। এদিকে, এলাকাবাসীদের অভিযোগ, “চোরকে পুলিশের হাতে তুলে দিতে গেলে, এক জন যুবক চোরকে মারার অপরাধে পুলিশের হাতে মার খায়।”
Sponsored Ads
Display Your Ads Here
উল্লেখ্য যে, সম্প্রতি গণধোলাইয়ের ঘটনা রাজ্যের একাধিক প্রান্তে ভীষণভাবে মাথাচাড়া দিয়ে উঠেছে। বিষয়টি নিয়ে প্রশাসনও সচেতন। আর বার বার প্রশাসন নিজের হাতে আইন তুলে না নেওয়ার পরামর্শ দিচ্ছে। পাশাপাশি গুজব বা কোনো অপপ্রচারে কান না দেওয়ার কথাও বলা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here