নিজস্ব সংবাদদাতাঃ গুজরাতঃ সমাজমাধ্যম থেকে তরুণীদের ছবি সংগ্রহের পর সেগুলি বিকৃত করে অশ্লীল ভিডিয়ো জুড়ে সেগুলি দেখিয়ে ব্ল্যাকমেল করার অভিযোগ উঠলো গুজরাতের আমেদাবাদের ১ যুবকের বিরুদ্ধে। আর টাকা না দিলেই সমাজমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিত।
মুম্বইয়ের ২২ জন তরুণী অ্যান্টপ হিল থানায় অভিযোগের ভিত্তিতে মুম্বই পুলিশ গান্ধীনগর পুলিশের সাথে যৌথ উদ্যোগে ১৯ বছর বয়সী আদিত্য প্রশান্ত নামে ওই যুবককে গ্রেফতার করে তথ্যপ্রযুক্তি আইনের ৬৭এ ধারায় মামলা রুজু করেছেন। আদিত্য গান্ধীনগরে একটি মাস্ক তৈরীর কারখানায় কাজ করত।
পুলিশ আধিকারিকদের দাবী, এদিকে ৩৯ জন তরুণী অভিযুক্তের শিকার হয়েছেন। প্রত্যেকেরই সমাজমাধ্যমের বিভিন্ন অ্যাকাউন্ট থেকে ছবি সংগ্রহ করে সেগুলি বিকৃত করে অশ্লীল ভিডিয়োয় জুড়ে দিয়ে ভয় দেখিয়ে টাকা তোলা হত। তাতে বহু তরুণী সামাজিক লজ্জার ভয়ে আত্মহত্যাও করতে চেয়েছিল।