অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ ফের চিনা মাঞ্জার জেরে দুর্ঘটনা মা উড়ালপুলে। এবার এই চিনা মাঞ্জার প্রাণঘাতী সুতোর জন্য বাইক নিয়ে উল্টে পড়েছে ১ যুবক। আহত যুবক পিকনিক গার্ডেনের বাসিন্দা আরিফ।
জানা গেছে, আজ সকালবেলা আরিফ বাইক নিয়ে উড়ালপুলের উপর দিয়ে পার্ক সার্কাসের দিক থেকে এসএসকেএম হাসপাতালের দিকে যাচ্ছিল। কিন্তু উড়ালপুল থেকে নামার সময় বিছিয়ে থাকা চিনা মাঞ্জা সুতো গলায় লাগতেই বাইক নিয়ে উল্টে পড়ে। এতে গলায় ও পায়ে আঘাত লাগে।
কলকাতা শহরের দীর্ঘতম উড়ালপুল মা। প্রতিদিন বহু মানুষ এই উড়ালপুলের উপর দিয়ে যাতায়াত করেন। এই উড়ালপুল শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তাকে যোগ করেছে। তবে প্রায়শই এই চিনা মাঞ্জার সুতোর কারণে দুর্ঘটনা ঘটে থাকে।