অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ ষষ্ঠীর রাতেরবেলা মোটরবাইক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১ জন তরুণের। আর গুরুতর আহত হয়েছে ২ জন তরুণ। মৃতের নাম ধীরাজ মুখোপাধ্যায়। বয়স ২৩ বছর। বাড়ি নরেন্দ্রপুর থানা এলাকার পাঁচপোতায়।
জানা গেছে, ধীরাজ ২১ বছর বয়সী সিদ্ধার্থ দাস নামে এক তরুণকে সঙ্গে নিয়ে বেরোয়। এরপরে ২২ বছর বয়সী মনু প্রসাদ নামে আরো এক জন তরুণকে মোটরবাইকে নিয়ে ঠাকুর দেখতে বেরিয়ে পড়ে। ধীরাজের বাইক ছাড়া আরো একটি মোটরবাইকে কয়েক জন ছিল। পুলিশের অনুমান, বাইপাসের দিক থেকে বারখোলা রোড ধরে সন্তোষপুরের দিকে ঠাকুর দেখতে যাওয়ার পথে সার্ভে পার্ক থানা এলাকার জোড়া ব্রিজের কাছে ধীরাজের মোটরবাইকটি পথ বিভাজিকায় ধাক্কা মারতেই উপরে উঠে গেলে তিন জন ছিটকে পড়ে।
তারপর হাসপাতালে নিয়ে যাওয়া হলে ধীরাজকে মৃত বলে ঘোষণা করা হয়। কলকাতা পুলিশের ফেটাল স্কোয়াড পুরো ঘটনাটি খতিয়ে দেখছে। পুজোর শহরে মোটরবাইকের দৌরাত্ম্য নিয়ে আলোচনা হয়েছে। প্রমোদভ্রমণ বা জয়রাইডের নামে বেপরোয়া গতিতে গাড়ি ও মোটরবাইক চালানো নিয়ে পুলিশের তরফেও সচেতনতার প্রচার চালানো হয়েছে। পুলিশের পুজো কর্তাদের সঙ্গে বৈঠকও হয়েছিল। কলকাতার নগরপাল বিনীত গোয়েল বিষয়টি আলাদা করে গুরুত্ব দিয়ে দেখার কথাও জানান। কিন্তু আদৌ যে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, তা এই ঘটনাতেই স্পষ্ট।