রায়া দাসঃ কলকাতাঃ গতকাল বিধাননগর কমিশনারেটের ইলেক্ট্রনিক্স কমপ্লেক্স থানার অধীনে মহিষবাথানে নীচু গ্রিল দেওয়া বারান্দা থেকে পড়ে মৃত্যু হয়েছে ১ জন যুবকের। মৃতের নাম সৌরভ সুমন। বয়স ৩০ বছর। সল্টলেক সেক্টর ফাইভে একটি তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মরত ছিলেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে তুমুল উত্তেজনা শুরু হয়।
জানা গিয়েছে, বিহারের বাসিন্দা সৌরভ মহিষবাথানে পাঁচ তলার একটি আবাসনে চার তলায় ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতেন। আবাসিকরা মাটিতে ভারী কিছু পড়ার শব্দ পেয়ে ছুটে এসে দেখেন, সে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে রয়েছেন। এরপর তড়িঘড়ি ইলেক্ট্রনিক্স কমপ্লেক্স থানার খবর দেন।
Sponsored Ads
Display Your Ads Here
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠান। এই ঘটনায় সৌরভ ফ্ল্যাটের বারান্দা থেকে পড়ে গিয়েছেন, না কি ঝাঁপ দিয়েছেন তা যথাযথ ভাবে খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে সৌরভ মদ্যপ অবস্থায় ছিল কিনা তা ময়নাতদন্তের রিপোর্টে জানা যাবে। এদিন বিহারে তার পরিজনদের কাছে মৃত্যুর খবর জানানো হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here