নিজস্ব সংবাদদাতাঃ বীরভূমঃ আজ বীরভূমের সাঁইথিয়ায় ফুলুর পঞ্চায়েতের বহরাপুর গ্রামে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে তুমুল সংঘর্ষের মধ্যে ব্যাপক বোমাবাজির জেরে সাদ্দাম নামে এক জন যুবকের ডান হাত-পা উড়ে গেছে। আর আহত হয়েছেন ১ জন।
এই ঘটনায় সাদ্দামকে সাঁইথিয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কিন্তু শারীরিক অবস্থার অবনতির জন্য অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়। সে আহত অবস্থায় দাবী করে যে, ‘‘আমার কাকাকে তুষার মণ্ডলের লোকজন আটকে রেখেছিল। আমাকে ওরা বোমা মেরেছে।’’
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code
পুলিশ এই ঘটনার পর খবর পেয়ে উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে এসে সমগ্র এলাকা ঘিরে ফেলে বিশাল বাহিনী মোতায়েন করেছে। এছাড়া এলাকা থেকে ছড়িয়ে ছিটিয়ে থাকা ৩০ টি তাজা বোমা উদ্ধার করা হয়েছে। পাশাপাশি এই ঘটনায় এলাকা থেকে সাত জনকে গ্রেফতার করা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code