নিজস্ব সংবাদদাতাঃ দেরাদুনঃ অগ্নিপথের পরীক্ষায় গিয়ে পাশ করতে না পারার ব্যর্থতা মেনে নিতে না পেরে আত্মঘাতী হয়েছে ২৩ বছর বয়সী সুমিত কুমার নামে এক জন যুবক। বাড়ি দেরাদুন থেকে দেড়শো কিলোমিটার দূরে একটি গ্রামে। এই মর্মান্তিক ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
গত চার বছর ধরে অক্লান্ত পরিশ্রমও করেছে। কেন্দ্র অগ্নিবীর প্রকল্প ঘোষণা করার পরে উৎসাহী হয়ে পরীক্ষা দিয়েছিল। কিন্তু সেই পরীক্ষায় যে ব্যর্থ হবে তা কল্পনাও করতেও পারেনি। অন্যদিকে পুলিশ জানিয়েছে, বাড়ি থেকে কোনো সুইসাইড নোট উদ্ধার হয়নি। এই আত্মহত্যার পিছনে অন্য কোনো কারণ আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।