নিজস্ব সংবাদদাতাঃ দেরাদুনঃ অগ্নিপথের পরীক্ষায় গিয়ে পাশ করতে না পারার ব্যর্থতা মেনে নিতে না পেরে আত্মঘাতী হয়েছে ২৩ বছর বয়সী সুমিত কুমার নামে এক জন যুবক। বাড়ি দেরাদুন থেকে দেড়শো কিলোমিটার দূরে একটি গ্রামে। এই মর্মান্তিক ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
জানা যায়, সুমিত সেনায় যোগ দেওয়ার স্বপ্ন নিয়ে উত্তরাখণ্ডের কোটদ্বারে গিয়েছিল। কিন্তু যোগ্যতা প্রমাণে ব্যর্থ হওয়ায় বাড়ি ফিরে কারোর সাথে কোনো কথা না বলে সোজা ঘরে প্রবেশ করে দরজা বন্ধ করে দেয়। এরপর গলায় ফাঁস দেয়। পরদিন সকালবেলা ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবার সূত্রে জানা যাচ্ছে, ছোটোবেলা থেকেই ছেলের সেনা হওয়ার ইচ্ছা ছিল।

গত চার বছর ধরে অক্লান্ত পরিশ্রমও করেছে। কেন্দ্র অগ্নিবীর প্রকল্প ঘোষণা করার পরে উৎসাহী হয়ে পরীক্ষা দিয়েছিল। কিন্তু সেই পরীক্ষায় যে ব্যর্থ হবে তা কল্পনাও করতেও পারেনি। অন্যদিকে পুলিশ জানিয়েছে, বাড়ি থেকে কোনো সুইসাইড নোট উদ্ধার হয়নি। এই আত্মহত্যার পিছনে অন্য কোনো কারণ আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code