নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ আজ মালদা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে হাসপাতালের ছ’তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে ২৬ বছর বয়সী সায়রা নামে এক জন তরুণী। এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বর জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এদিন সায়রা দাদার সাথে ডাক্তার দেখাতে এসেছিল। হাসপাতালের ছ’তলায় একটি ফাঁকা জায়গা রয়েছে। যেখানে অগ্নিকাণ্ড বা অন্য কোনো ভাবে হাসপাতালে আপৎকালীন পরিস্থিতি তৈরী হলে সকলের প্রাণ বাঁচাতে ওই জায়গাটি ফাঁকা রাখা হয়েছে।
কিন্তু আচমকা সে সকলের অলক্ষ্যে ছ’তলা থেকে আচমকা ঝাঁপ দিতেই ঘটনাস্থলেই মৃত্যু হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে এই ঘটনাটির তদন্ত শুরু করে দিয়েছেন।
হাসপাতালের সুপার পুরঞ্জন সাহা জানান, ‘‘ওই তরুণী মানসিক ভারসাম্যহীন। এখানে দাদার সাথে ডাক্তার দেখাতে এসেছিল। আচমকা ছ’তলা থেকে ঝাঁপ দিতেই ওকে তৎক্ষণাৎ উদ্ধার করে হাসপাতালের জরুরী বিভাগে আনা হলে ততক্ষণে মৃত্যু হয়েছে।’’