নিজস্ব সংবাদদাতাঃ মুম্বইঃ মুম্বইয়ের এক তরুণী অনলাইনে বিখ্যাত ই-কমার্স সাইটে গিয়ে নিজের প্রসাধনী দ্রব্য কিনতে গিয়ে খোয়ালেন এক লক্ষ টাকা।
জানা গিয়েছে, পেশায় চিকিৎসক তরুণী আগেও বহু বার অনলাইনে জিনিস কিনেছেন। কিন্তু এবার অর্ডার দেওয়া জিনিস হাতে পাওয়ার আগেই তার কাছে পার্সেলটি পৌঁছে গিয়েছে বলে একটি মেসেজ আসে। যা দেখে তিনি প্রথমে অবাক হয়ে ক্যুরিয়র সংস্থাকে ফোন করে সমগ্র বিষয়টি জানান। এরপর এই বিষয়টির সমাধানের জন্য একটি ভুয়ো কাস্টমার কেয়ারের ফোন নম্বর দেওয়া হয়।
তারপর ওই নম্বরে ফোন করলে জানানো হয়, অর্ডার দেওয়া জিনিসটি হাতে পেতে গেলে আগে দাম মিটিয়ে দিতে হবে। আর এর জন্য একটি ওয়েবলিঙ্ক পাঠানো হয়। ফলে ওই তরুণী সেখানেই নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য দিয়ে দেন। নিয়ম অনুযায়ী ওই সংস্থার তরফ থেকে প্রথমে দু’টাকা পাঠাতে বলা হয়। এরপর কিছুক্ষণের মধ্যেই জালিয়াতরা ওই তরুণীর অ্যাকাউন্ট থেকে এক লক্ষ টাকা সরিয়ে নেন।
তারপর তিনি নেরুল থানায় অভিযোগ দায়ের করলে পুলিশের সাইবার বিভাগ ওই তরুণীর অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে। প্রসঙ্গত বলা যেতে পারে, বর্তমান কর্মব্যস্ত জীবনে বেশীরভাগ মানুষ অনলাইনের উপর অত্যন্ত নির্ভরশীল হয়ে উঠেছে। তাই বিভিন্ন অনলাইন সাইটে জিনিস ও দাম দেখে অর্ডার করে দেন। এর জেরে প্রায়শই জালিয়াতদের ফাঁদে পড়ে যান।