নিজস্ব সংবাদদাতাঃ গুজরাতঃ গুজরাতের ভালসাদ জেলার ভাপি টাউনে চুল কাটতে গিয়ে ভয়াবহ বিপত্তি ঘটে গিয়েছে। সেখানে ১৮ বছর বয়সী এক তরুণের আগুন দিয়ে চুল কাটাতে গিয়ে শরীরে বেশ কিছু অংশ পুড়ে গিয়েছে।
গত বেশ কয়েক বছর ধরে দেশে-বিদেশে আগুন দিয়ে চুল কাটানোর প্রবণতা বাড়ছে। কাঁচির বদলে চুলে বিশেষ রাসায়নিক মাখিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। আর ওই তরুণও একটি সেলুনে চুল কাটাতে গেলে আগুন দিয়ে চুল পোড়ানোর সময় তা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতেই গলা-বুক ঝলসে যায়।
এরপর দ্রুত ভালসাদের সিভিল হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হলে সুরাটের একটি হাসপাতালে ভর্তি করা হয়। ভালসাদ থানার পুলিশ এই ঘটনার খবর পেয়ে তদন্তে নামেন।
তদন্তকারী আধিকারিক করমসিংহ মাকওয়ানা জানান, “ওই তরুণ সুস্থ হলে তার বয়ান নেওয়া হবে। ওই ক্ষৌরকারের বয়ানও রেকর্ড করা হবে। এর পাশাপাশি আগুনে চুল পোড়ানোর আগে তাতে কোন রাসায়নিক দেওয়া হয়েছিল তাও খতিয়ে দেখা হচ্ছে।”