নিজস্ব সংবাদদাতাঃ মধ্যপ্রদেশঃ এবার মধ্যপ্রদেশের ভোপালে একজন সব্জি বিক্রেতা রাস্তার পাশে বসে বস্তার উপরে ধনেপাতা রেখে সেই ধনেপাতার আঁটিগুলিকে রাস্তার পাশের নালার জলে চুবিয়ে নিয়ে ফের বস্তার উপরে রাখছেন। আর এই ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তুমুল শোরগোল পড়ে যায়।
আর এই ভিডিওটি দেখে মনে হয়েছে ওই সব্জি বিক্রেতা এই ঘটনাটি গভীর রাতেরবেলা বা ভোররাতেরবেলা ঘটেছে। তবে অধিকাংশ সব্জি বিক্রেতাই সব্জি টাটকা রাখতে সব্জিতে হালকা হালকা জল ছিটিয়ে দেন। তাই বলে নালার জল ব্যবহার একেবারেই অপ্রীতিকর ঘটনা।
Sponsored Ads
Display Your Ads Here
সুধীর দান্ডোটিয়া নামক একজন ব্যক্তি টুইটারে ভিডিওটি শেয়ার করেছেন। ভিডিওতে এও শোনা যাচ্ছে যে, সুধীরবাবু ওই সবজি বিক্রেতাকে এই কাজ করতে নিষেধ করলেও ওই সব্জি বিক্রেতা কোনো কথায় কান না দিয়ে নির্বিকার ভাবে নিজের কাজ করে চলেছেন।
Sponsored Ads
Display Your Ads Here
এরপর সুধীরবাবু ভিডিওটি জেলাশাসক ও পুলিশ কমিশনারকে ট্যাগ করেন। তারপর বিষয়টি ভাইরাল হতেই প্রশাসন নড়েচড়ে বসেছে। ইতিমধ্যে জেলাশাসক সব্জি বিক্রেতাকে চিহ্নিত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পুরনিগম এবং পুলিশকে নির্দেশ দিয়েছেন।
Sponsored Ads
Display Your Ads Here