নিজস্ব সংবাদদাতাঃ হুগলীঃ হুগলীর কামারপুকুরের মধুবাটি এলাকায় স্ত্রী ও সৎ মেয়েকে খুন করে আত্মহত্যার চেষ্টা করে এক জন যুবক। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য শুরু হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২৬ বছর বয়সী গোঘাটের বাসিন্দা শিল্পা দত্ত নামে ওই মহিলা প্রথমপক্ষের মেয়ে অদ্রিজাকে নিয়ে নদীয়ার বাসিন্দা মৃণাল দত্ত নামে ওই যুবকের সাথে কামারপুকুরে একটি ভাড়া বাড়িতে থাকত। আজ যখন অদ্রিজার গৃহশিক্ষিকা পড়াতে গিয়েছিলেন তখন কারোর কোনো সাড়াশব্দ না পেয়ে ফিরে যান।
Sponsored Ads
Display Your Ads Here
এরপর ফের বেলা ১০টা নাগাদ অদ্রিজার বিদ্যালয়ের পুলকারের চালকও ডাকাডাকি করে ফিরে যান। এদিকে দীর্ঘক্ষণ দরজা বন্ধ থাকায় প্রতিবেশীদের সন্দেহ হওয়ায় শিল্পার বাড়িতে খবর দেন। গোঘাট থানার পুলিশকেও খবর দেওয়া হয়। পুলিশ এসে দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখেন, শিল্পা এবং অদ্রিজা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। আর পাশে মৃণাল অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
জেলার পুলিশ সুপার আমনদীপ জানান, ‘‘প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, পারিবারিক অশান্তির জেরে স্বামী স্ত্রী ও সৎ মেয়েকে ধারালো অস্ত্র দিয়ে খুন করে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন।’’ আপাতত পুলিশ মৃতদেহগুলি হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন।
Sponsored Ads
Display Your Ads Here
এছাড়া আহত মৃণালকে আরামবাগ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সুস্থ হলে জিজ্ঞাসাবাদ করা হবে। পাশাপাশি শিল্পার আত্মীদের সাথেও কথা বলা হবে। তবে এই মৃত্যুর পেছনে সঠিক কারণ কি আছে, তা খতিয়ে দেখা হচ্ছে।