নিজস্ব সংবাদদাতাঃ নদীয়াঃ নদীয়ার কালীগঞ্জ ব্লকের বড়কুলবেড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২৩ বছর বয়সী খোরসেদ আলম নামে এক যুবকের।
জানা গিয়েছে, খোরসেদের তুতো বোন সুপ্রিয়া খাতুন কালীগঞ্জ গ্রাম পঞ্চায়েত আসনে তৃণমূলের জয়ী প্রার্থী। এদিন সে জয়ের খবর পেয়ে উচ্ছ্বসিত হয়ে জয় উদ্যাপনের বন্দোবস্ত করেছিলেন। এর জন্য বাজনাও আনতে গিয়েছিল। গান-বাজনার মাধ্যমে জয়ের আনন্দ সকলের সাথে উদ্যাপন করতে চেয়েছিল।
Sponsored Ads
Display Your Ads Here
তাই খোরসেদ একটি ভ্যানে বাজনা নিয়ে বাড়ি ফেরার সময় পথে হঠাৎ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ফলে খোরসেদ গুরুতর আহত হওয়ায় দ্রুত তাকে এলাকাবাসীরা উদ্ধার করে কালীগঞ্জ ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। এই মর্মান্তিক ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
Sponsored Ads
Display Your Ads Here