মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ ভিন্রাজ্যে গিয়ে উত্তর চব্বিশ পরগণার গাইঘাটার সুঁটিয়ার তরুণের রহস্যমৃত্যু হয়। মৃত যুবক ১৮ বছর বয়সী সজলকুমার বিশ্বাস। সজল কর্মসূত্রে মুম্বইতে থাকতেন।
পরিবার সূত্রে জানা গিয়েছে, সজল মুম্বইয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। প্রায় ছ’বছর থেকে সজলের সুঁটিয়ার বাসিন্দা এক তরুণীর সাথে প্রেমের সম্পর্ক ছিল৷ সম্প্রতি ওই তরুণী সজলকে জানান যে, ‘‘তার অন্যত্র বিয়ে স্থির হয়েছে। তাই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায়।’’
Sponsored Ads
Display Your Ads Here
সেই সূত্রে সজলের ফোন নম্বরও ব্লক করে দিয়েছিল। আর এটা মেনে নিতে না পেরেই সজল মানসিক অবসাদগ্রস্ত হয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
Sponsored Ads
Display Your Ads Here
যদিও ওই তরুণীর পরিবার জানিয়েছিল, ‘‘সজলের সাথে প্রেমের সম্পর্ক শুধুমাত্র বন্ধুতার সম্পর্ক ছিল।’’ তবে ছেলের মৃত্যুতে সজলের পরিবারে গভীর শোকের ছায়া নেমে আসে।
Sponsored Ads
Display Your Ads Here