নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ আজ সকালে পশ্চিম মেদিনীপুরের ঘাটালে ভয়াবহ প্লাবনের জলে প্রাণ হারালো সৌম্যজিৎ নামে ৬ বছরের একজন শিশু।
পরিবার সূত্রে জানা গেছে, সকালবেলা সৌম্যজিত্ বাড়ির সামনে উঠোনে সামান্য জলের মধ্যে খেলা করছিল। কিন্তু আচমকা কিছু বুঝে ওঠার আগে জলস্তর বেড়ে গিয়ে ওই শিশুটিকে জলে ভাসিয়ে নিয়ে যায়।
কিছুক্ষণ পর সৌম্যজিত্ কে না দেখতে পেয়ে পরিবারের সকলে খোঁজাখুঁজি শুরু করলে জানা যায় উঠোনের ওই বেড়ে ওঠা জলের স্রোতে বাড়ি থেকে বেশ খানিকটা দূরে একটি গাছের তলায় আটকে গিয়ে মৃত্যু হয়েছে।
এই মর্মান্তিক ঘটনায় পরিবার সহ সমগ্র এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে টানা বৃষ্টি, ডিভিসির জল ও মুকুটমণিপুর জলাধার থেকে উঠে আসা কংসাবতীর জলের ধাক্কায় ঘাটাল, চন্দ্রকোণার একাধিক মহাকুমায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
ঘাটাল ব্লকের একাধিক বাড়ি ভেঙে পড়েছে। এমনকি বহু পাকাবাড়ির একতলায় জল জমেছে। অর্থাৎ সময় যত যাচ্ছে বিপদের আশঙ্কা ততোই প্রকট হচ্ছে।