নিজস্ব সংবাদদাতাঃ বর্ধমানঃ পূর্ব বর্ধমানের ভাতার থানার রামনগরের একটি বেসরকারী ধান বীজ খামারে যন্ত্রের মধ্যে চাদর জড়িয়ে গিয়ে মৃত্যু হলো ৫০ বছর বয়সী মন্তেশ্বরের গোপালনগর গ্রামের বাসিন্দা বুদ্ধদেব গণ নামে একজন শ্রমিকের।
সূত্রের ভিত্তিতে জানা গিয়েছে, প্রায় দু’বছর থেকে বুদ্ধদেববাবু ওই বীজ খামারে কাজ করতেন। ঘটনার দিন ধান বীজ প্রক্রিয়াকরণ করার জন্য শ্রমিকদের সাথে মেশিন ঘরে গিয়ে মেশিন চালু করেন। কিন্তু যন্ত্রে ধানের নোংরা জমে যাওয়ায় সমস্যা দেখা দিতেই তা পরিষ্কার করতে যন্ত্রের উপরে ওঠেন।
ওই সময় তার গায়ে থাকা চাদরটি মেশিনের বেল্টে জড়িয়ে যেতেই বুদ্ধদেববাবু বেসামাল হয়ে পড়ে যেতেই যন্ত্রের বেল্ট দেহে আটকে যায়। এরপর সহকর্মীরা সেই যন্ত্র বন্ধ করে বেল্ট কেটে গুরুতর আহত অবস্থায় বুদ্ধদেববাবুকে উদ্ধার করে ভাতার স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
তারপর পুলিশ দেহটি উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়। এই ঘটনায় সমগ্র পরিবার একেবারে শোকস্তব্ধ হয়ে পড়েছেন। এই ঘটনায় ভাতারের তৃণমূলের বিধায়ক তথা পূর্ব বর্ধমান জেলা শ্রমিক সংগঠনের সভাপতি মানগোবিন্দ অধিকারী মৃতের পরিবারের সাথে দেখা করে পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
বীজ খামারের ম্যানেজিং ডিরেক্টর শেখ আব্দুল জব্বার বলেন, ‘‘২৬ বছরের এই বীজ খামারে প্রথম এই ধরনের দুর্ঘটনা ঘটেছে। এই ধরনের ঘটনা থেকে শিক্ষা নিয়ে খামারের অন্য কর্মীদের আরো সচেতন ভাবে কাজ করার জন্য প্রশিক্ষণ দেওয়া হবে। আর মৃত কর্মীর পরিবারের জন্য যথাযথ ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে’’।