নিজস্ব সংবাদদাতাঃ বর্ধমানঃ গতকাল গভীর রাতেরবেলা দুর্গাপুর স্টিল প্ল্যান্টে চলন্ত কনভেয়র বেল্টের উপর পড়ে গিয়ে মৃত্যু হয়েছে আরএমএইচপি বিভাগের এক জন স্থায়ী কর্মীর। মৃতের নাম আশুতোষ ঘোষাল। বয়স ৫৪ বছর। বাড়ি স্টিল টাউনশিপের বি-জোন এলাকায়।
সহকর্মীদের সূত্রে জানা গিয়েছে, আশুতোষবাবু চলন্ত কনভেয়ার বেল্টের উপর পড়ে যেতেই দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। এই দুর্ঘটনার প্রায় দু’ঘণ্টা পর তার দেহাংশ উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
আশুতোষবাবুর পরিবারের অভিযোগ, ‘‘কর্মীদের ঠিক মতো নিরাপত্তা না দেওয়ার ফলেই প্ল্যান্টে মর্মান্তিক ঘটনা ঘটছে।’’ প্রসঙ্গত, গতকাল সকালবেলাই প্ল্যান্টের বন্ধ ব্লুমিং অ্যান্ড বিলেট মিলে বিদ্যুৎ এর কাজ করার সময় কন্ট্রোল ফিউজ় সুইচ ফেটে বিভূতি বিশ্বাস নামে এক জন ঠিকাকর্মী গুরুতর আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় একটি বেসরকারী হাসপাতালে ভর্তি রয়েছেন।
এদিকে গত দশ দিনের মধ্যে প্ল্যান্টে এই নিয়ে চার জন শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে কর্মীদের একাংশ ক্ষুব্ধ হয়ে পড়েছেন।