অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ গতকাল রাতে নিউটাউনের শুলংগুঁড়ি দক্ষিণ পাড়া এলাকায় তৃণমূল পার্টি অফিসের সামনেই এক তৃণমূল কর্মীকে মেরে রক্তাক্ত করে দেওয়ার অভিযোগ উঠলো। কাঠগড়ায় তৃণমূলেরই অপর গোষ্ঠী। আহত তৃণমূল কর্মীর নাম অনুপ বিশ্বাস।
জানা গেছে, অনুপ কাজ করে বাড়ি ফেরার সময় নরেশ সমদ্দার ওরফে নান্টু, উজ্জ্বল সহ আরো বেশ কয়েকজন তার বাইক আটকায়। এরপর অনুপকে রড দিয়ে বেধড়ক মারধর করা হয়। কিন্তু এই হামলা কি কারণে চালানো হয়েছে তা আপাতত জানা যায়নি। তবে অনুপের অভিযোগ, “যারা মারধর করেছে, তারা জ্যাংড়া হাতিয়াড়া দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের পঞ্চায়েত সদস্য অনুপম বিশ্বাসের অনুগামী।”
Sponsored Ads
Display Your Ads Here
এদিকে পঞ্চায়েত সমিতির সদস্য মহম্মদ আফতাবউদ্দিন জানান, “অনুপ বিশ্বাস নামে ছেলেটা আমার মনে হয় না তৃণমূল কর্মী। কারণ এই নির্বাচনেও ওকে বিজেপিতে সক্রিয় ভূমিকায় দেখা গিয়েছে। ওর সম্বন্ধে পাড়াতেও নানারকমের অভিযোগ রয়েছে। আমাকে বিষয়টা খোঁজ নিয়ে দেখতে হবে।”
Sponsored Ads
Display Your Ads Here