অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আজ সকালবেলা কলকাতার বেহালার রাজা রামমোহন রায় রোডে নির্মীয়মাণ আবাসনের ষোলোতলা থেকে লিফটের গর্তে পড়ে গিয়ে মৃত্যু হলো মুর্শিদাবাদের সুতির বাসিন্দা ৩৫ বছর বয়সী শাহজাহান শেখ নামে একজন শ্রমিকের।
পুলিশ সূত্রের জানা গিয়েছে, প্রায় চার বছর থেকে ওই আবাসনের নির্মাণ কাজ চলছে। এদিন ৭ টা থেকে শাহজাহান ওই আবাসনের ষোলোতলায় কাজ করছিলেন। কিন্তু শাহজাহানের এক সহকর্মী নির্মাণ সামগ্রী নিয়ে উপরে এসে দেখেন শাহজাহান নেই।
Sponsored Ads
Display Your Ads Here
অবশেষে অনেক খোঁজাখুঁজির পর প্রায় এক ঘণ্টা পরে নীচ তলায় নির্মীয়মাণ লিফটের গর্ত থেকে তার রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়। এরপর পুলিশ শাহজাহানকে বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। আপাতত পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনাটির তদন্ত শুরু হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে যে, আবাসনটির নির্মাণকাজ চলছে। লিফট তৈরী হয়নি। শাহজাহান কাজ করার সময়ে ষোলোতলায় লিফটের কাছাকাছি চলে যাওয়ায় গর্ত দিয়ে পড়ে গিয়ে মাথা সহ শরীরের একাধিক অংশে গুরুতর আঘাত লেগে মৃত্যু ঘটে।
Sponsored Ads
Display Your Ads Here