নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশঃ আবারও নারী নির্যাতনের ঘটনায় শিরোনামে সেই উত্তরপ্রদেশ। এবার উত্তরপ্রদেশের একটি হোটেলে এক জন মহিলাকে গণধর্ষণের অভিযোগে পুলিশের হাতে গ্রেফতার পাঁচ জন।
তাজগঞ্জ থানার পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার গভীর রাতেরবেলা মহিলার কাছ থেকে ফোন কল পেয়ে গোটা বিষয়টি জানতে পারে। ওই মহিলা জানান, “ওই হোমস্টেতেই কাজ করতেন। এদিন তাকে মারধর করে জোর করে ঘরে টেনে নিয়ে নির্যাতন করা হয়।”
পুলিশ অভিযোগের ভিত্তিতে এক জন মহিলা সহ পাঁচ জনকে গ্রেফতার করে একটি মামলা রুজু করেছেন। আর গ্রেফতারীর পরে ওই নির্যাতিতা মহিলার ডাক্তারী পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।