পিঙ্কি পালঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ আজ দক্ষিণ চব্বিশ পরগণার জয়নগর থানার অন্তর্গত দক্ষিণ বারাসতের জলট্যাঙ্ক মোড় এলাকার কাছে সন্তানকে টিউশনিতে দিয়ে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণহীন গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে ১ জন মহিলার। মৃতের নাম কনক দাস। বয়স ৩০ বছর।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন কনক রাস্তার পাশে একটি মুদিখানার দোকানে জিনিসপত্র কিনছিল। তখন তরমুজ বোঝাই একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সোজা দোকানে ধাক্কা মারতেই তার ঘটনাস্থলেই মৃত্যু হয়। আর মুদিখানার দোকানটিও ক্ষতিগ্রস্ত হয়। ফ্রিজ সহ দোকানের নানা সামগ্রীও ভেঙে যায়। এই ঘটনার পর এলাকাবাসীরা ক্ষোভে ফেটে পড়েন।
Sponsored Ads
Display Your Ads Here
এমনকি এলাকাবাসীরা রাস্তা অবরোধ করেন। জয়নগর থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছাতেই এলাকাবাসীরা পুলিশের সামনেই ক্ষোভে ফেটে পড়েন। আর গাড়িচালক মত্ত অবস্থায় ছিলেন বলে অভিযোগ ওঠে। পুলিশ এই ঘটনায় গাড়িটিকে বাজেয়াপ্ত করে গাড়িচালককে আটক করে তদন্ত শুরু করেছেন।
Sponsored Ads
Display Your Ads Here