নিজস্ব সংবাদদাতাঃ দিল্লিঃ রাজধানী দিল্লিতে এক দিনের মধ্যে এক জন মাঙ্কিপক্স আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে। দেহে ফোস্কা, জ্বর সহ মাঙ্কিপক্সের নানা উপসর্গ রয়েছে। আক্রান্ত মহিলাকে এলএনজেপি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তিনি আফ্রিকার একটি দেশের নাগরিক।
গতকাল দিল্লিতে আফ্রিকার একটি দেশের ৩৫ বছরের এক নাগরিকের দেহে মাঙ্কিপক্স সংক্রমণের সন্ধান পাওয়া গিয়েছে। আক্রান্ত ওই রোগীকেও দিল্লির সরকারী এলএনজেপি হাসপাতালে ভর্তি করানো হয়। সম্প্রতি তিনি বিদেশে ভ্রমণ করেননি বলে জানা গিয়েছে। এই নিয়ে দেশে মোট আট জন মাঙ্কিপক্স সংক্রমিতের সন্ধান পাওয়া গিয়েছে।
এদিন সকালবেলাই কেরলে পঞ্চম মাঙ্কিপক্স আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। ৩০ বছর বয়সী ওই যুবককে মলপ্পুরমের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। গত ২৭ শে জুলাই কোঝিকোড় বিমানবন্দরে নামেন। ওই যুবক সংযুক্ত আরব আমিরশাহি থেকে কেরলে ফিরেছিলেন বলে জানা গিয়েছে।