অনুপ জয়সওয়ালঃ উত্তর দিনাজপুরঃ রহস্যজনকভাবে এক মহিলার মৃত্যুকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার রাতে উত্তর দিনাজপুরের ইসলামপুর থানা গঞ্জুরিয়া গ্রাম পঞ্চায়েতের বিবেকানন্দ কলোনিতে ঘটনাটি ঘটেছে। মৃতা মহিলার নাম প্রমিলা দাস।
কিন্তু মৃত্যু কিভাবে হলো তা এখনো পরিষ্কার নয়। ইসলামপুর জেলার পুলিশ সুপার সচিন মক্কার জানান, “প্রাথমিক তদন্তে পুলিশ এই ঘটনাকে একটি আত্মহত্যার ঘটনা বলে মনে করছে। মৃতার পরিবারের তরফে অভিযোগ পেলে সামগ্রিক ঘটনা খতিয়ে দেখবে পুলিশ। এর পাশাপাশি পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে”।
Sponsored Ads
Display Your Ads Herehttps://www.youtube.com/watch?v=jcE-hY1bH6M
মৃতার ছেলে শিবশংকর দাস জানান, “এই মৃত্যুর জন্য দায়ী তার স্ত্রী শম্পা সরকার। গত দুইদিন ধরে তার মাকে তিনি অশ্রাব্য ভাষায় ও অশ্লীল ভাষায় গালিগালাজ করছিলেন”।
Sponsored Ads
Display Your Ads Herehttps://www.youtube.com/watch?v=YyXxDgnX0KA
যদিও শম্পা সরকার জানিয়েছেন, “এই মৃত্যুর বিষয়ে তার কিছুই জানা নেই। তিনি শুধু ঝগড়া হচ্ছিল এমনটা শুনতে পেয়েছিলেন। আর ঘটনার সময় তিনি তার ছোট্ট শিশুকে সঙ্গে নিয়ে ঘরেই ছিলেন”। মৃতার দুই মেয়ে লক্ষ্মী বসাক এবং সরস্বতী দাস এই ঘটনার খবর পেয়ে বাড়িতে গেলেও এমনটা কিভাবে হল তা নিয়ে তাদের মধ্যেও ধোঁয়াশা তৈরি হয়।