নিজস্ব সংবাদদাতাঃ উত্তর দিনাজপুরঃ ইসলামপুরের তৃণমূল বিধায়ক আব্দুল করিম চৌধুরীর ছেলের উপর হামলার পর পুনরায় গতকাল রাতেরবেলা উত্তর দিনাজপুরের ইসলামপুর থানার বলঞ্চা এলাকায় দুষ্কৃতীদের হামলায় মৃত্যু হলো এক মহিলা হোটেল ব্যবসায়ীর।
পর পর এই ধরণের ঘটনাকে কেন্দ্র করে আতঙ্কিত গোটা এলাকা। মৃত ওই মহিলা ইসলামপুর থানার মাটিকুন্ডা এলাকার বাসিন্দা কবিতা দেবনাথ। এর আগে ইসলামপুরের বিধায়ক আবদুল করিম চৌধুরীর ছেলের গাড়ি লক্ষ্য করে পাথর ছোঁড়ার অভিযোগ ওঠে।
Sponsored Ads
Display Your Ads Here
মৃত মহিলার স্বামী কৌশল দেবনাথ জানান, “প্রতিদিনের মত হোটেল বন্ধ করে ইসলামপুর থেকে বাইকে করে স্ত্রীকে নিয়ে বাড়ি যাওয়ার সময় ইসলামপুর থানার বলঞ্চার পিপল বস্তি এলাকায় কয়েকজন দুষ্কৃতী বাঁশ-লাঠি নিয়ে তুমুল হামলা চালায়। বাঁশের আঘাতে কবিতাদেবী গুরুতর আহত হয়েছেন।
Sponsored Ads
Display Your Ads Here
এরপর তাকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শিলিগুড়ি মেডিকেল কলেজে স্থানান্তিত করে দেওয়া হলে পথেই মারা যান। তারপর পুলিশ এসে মৃতদেহ ইসলামপুর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়”।
Sponsored Ads
Display Your Ads Here
ইতিমধ্যে ইসলামপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এই ঘটনায় কৌশলবাবুর দাবী যে, “মূলত ছিনতাইয়ের উদ্দেশ্যেই এই খুন করা হয়েছে”। এলাকায় দুষ্কৃতীদের দৌড়াত্ম্যে প্রতিনিয়ত এই ধরণের ঘটনা ঘটায় এলাকার পরিস্থিতিও যথেষ্ট থমকে আছে।