নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ মালদার হরিশ্চন্দ্রপুরের ভালুকাবাজার এলাকায় এবার পিস্তল উঠিয়ে দাদাগিরি ফলানোর অভিযোগ উঠেছে পূরণ মুশহর নামে এক জন মত্ত তৃণমূল নেতার বিরুদ্ধে। এই ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
জানা গিয়েছে, পূরণবাবু ভালুকা গ্রাম পঞ্চায়েতের সদ্য অপসারিত পঞ্চায়েত প্রধান মিনু মুশহরের স্বামী। গতকাল তাকে পেমাই এলাকার একটি আমবাগানে দেশী পিস্তল হাতে ঘোরাঘুরি করতে দেখা যায়। ওই সময় মত্ত অবস্থায় যাদেরই সামনে দেখছিলেন তাদেরই তাড়া করতে শুরু করেন।
এমনকি কয়েক জনকে সামনে পেয়ে মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করারও হুমকি দেন। প্রাক্তন প্রধানের স্বামীর কীর্তি দেখে আতঙ্কিত এলাকাবাসী পুলিশের কাছে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে পূরণবাবুকে গ্রেপ্তার করে ভালুকা ফাঁড়িতে নিয়ে আসেন।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
এরপর পূরণবাবুকে চাঁচল মহকুমা আদালতে তোলা হয়। আর ধৃত আগ্নেয়াস্ত্রটি কোথায় পেলেন তা জানতে পুলিশ পূরণবাবুকে তিন দিনের জন্য নিজেদের হেফাজতে নিয়েছে। তৃণমূল নেতার এহেন তাণ্ডব প্রকাশ্যে আসতেই বিরোধীরা কটাক্ষ করতে পিছপা হননি।
বিজেপির জেলা সম্পাদক কিসান কেডিয়া বলেন, ‘‘এখন এটাই তৃণমূলের সংস্কৃতি। এমন অস্ত্র তৃণমূলের অনেক নেতা-কর্মীর কাছেই আছে।’’ কিন্তু জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি বলেন, ‘‘তৃণমূল কাউকে অস্ত্র নিয়ে দাদাগিরি করার লাইসেন্স দেয়নি। কেউ বেআইনী কিছু করলে আইন আইনের পথে চলবে।’’