নিজস্ব সংবাদদাতাঃ বর্ধমানঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় যোগ দিতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে পূর্ব বর্ধমানের মেমারির দেহুড়া গ্রামের বাসিন্দা রবীন্দ্রনাথ সাঁই নামে এক জন তৃণমূলকর্মীর। হাওড়া-বর্ধমান মেনলাইনের গাংপুর স্টেশনে এই দুর্ঘটনাটি ঘটেছে।
সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় বর্ধমানের গোদার এলাকায় জনসভা করেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, সকালবেলা রবীন্দ্রনাথবাবু স্থানীয় তৃণমূলকর্মীদের সাথে বাসে চেপে মুখ্যমন্ত্রীর সভাস্থলের উদ্দেশ্যে রওনা দেন। এরপর যখন বাবুরবাগ এলাকায় নেমে পায়ে হেঁটে সভাস্থলের দিকে যাচ্ছিলেন তখনই দলছুট হয়ে যান।
Sponsored Ads
Display Your Ads Here
তারপর তাকে সভাস্থলে পৌঁছেও আর দেখা যায়নি। এছাড়া সভা শেষে বাসেও ওঠেননি। এদিকে বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর বাকি তৃণমূলকর্মীরা মেমারির উদ্দেশ্যে রওনা দেন। এরপর খোঁজাখুঁজি করেও রবীন্দ্রনাথবাবুর আর সন্ধান পাওয়া যায়নি।
Sponsored Ads
Display Your Ads Here
অন্যদিকে জিআরপি সূত্রে জানা গিয়েছে, ওই দিন রাতেরবেলা রবীন্দ্রনাথবাবু গাংপুর স্টেশনের কাছে অমৃতসর মেলের ধাক্কায় প্রাণ হারালে দেহ উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়। গতকাল রাতেরবেলা পরিবারের সদস্যরা পুলিশ মারফৎ খবর পেলে এদিন সকালেবেলা মৃতদেহ শনাক্ত করা হয়।
Sponsored Ads
Display Your Ads Here