নিজস্ব সংবাদদাতাঃ দিল্লিঃ সিগারেট কেনার জন্য দশ টাকা চাইলে তা দিতে রাজি না হওয়ায় এক কিশোরকে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ উঠল চার যুবকের বিরুদ্ধে। মঙ্গলবার মধ্য দিল্লির আনন্দ পর্বত এলাকায় ঘটেছে। মৃত কিশোরের নাম বিজয়। এই চার যুবকই তার পূর্ব পরিচিত ছিল।
সোমবার সকালবেলা পুলিশ ওই কিশোরের রক্তাক্ত দেহ এলাকার একটি স্কুলের সামনে থেকে উদ্ধার করেন। এছাড়া তার শরীরের একাধিক জায়গায় ছুরির আঘাতের চিহ্ন পাওয়া যায়। এলাকার সিসিটিভি ফুটেজ দেখে চার জন যুবককে চিহ্নিত করা হয়।

- Sponsored -
পুলিশ এই খুনের ঘটনার তদন্তে নেমে অভিযুক্তদের থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করতেই ওই চার জন যুবক খুন করার কথা স্বীকার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার বিজয়ের কাছে দর্জি সোনু নামে যুবক সিগারেট খাওয়ার জন্য দশ টাকা চাইলে টাকা দিতে অস্বীকার করায় সোনু ও তার বন্ধুরা ধমক দিতে শুরু করে।
কিন্তু তাতেও টাকা দিতে রাজি না হওয়ায় বিজয়কে সোনু ছুরি দিয়ে আঘাত করতেই বিজয়ের ঘটনাস্থলেই মৃত্যু হয়। পুলিশ এই ঘটনায় সোনুর সহ তার সাথে জড়িত অজয়, প্রবীণ এবং যতীন নামে মোট চার জন অভিযুক্তকে খুনের মামলা রুজু করে গ্রেফতার করেছে।