মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ আজ উত্তর চব্বিশ পরগণার কাঁকিনাড়া জুটমিল ঘাটে জলে ডুবে প্রাণ হারাল ১৫ বছর বয়সী ১ কিশোর।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ দিন আগে কাঁকিনাড়া বাজারের রমেশ সাউ নামের একজন ব্যবসায়ী মারা গিয়েছিলেন। সেই কারণবশত তার পরিবারের সদস্যরা জুটমিল ঘাটে ঘাট কাজ করতে আসেন। আর সেখানে তার নাতি বৈভব সাউ গঙ্গায় স্নান করতে নদীতে নামে। তখনই আচমকা গঙ্গায় বান আসলে সেই বানের স্রোতে কিশোরটি ভেসে যায়।
ঘটনার খবর পেয়ে ডিজাস্টার ম্যানেজমেন্টের একটি টিম ঘটনাস্থলে এসে কিশোরের খোঁজ শুরু করেন। কিন্তু ঘটনার পর পরিবারের সদস্যরা নিজেরাই ঘাটে নৌকা নিয়ে তল্লাশী করতে নেমে পড়েছিলেন।
এরপরেই ভাটপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে বৈভবের বাড়ি সদস্যরা পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ উঠিয়ে দাবী করেছেন যে, “এই ঘটনার কথা জেনেও পুলিশ প্রায় এক ঘণ্টা পর তল্লাশী অভিযান শুরু করেছে”। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে সমগ্র পরিবারে।