নিজস্ব সংবাদদাতাঃ মুর্শিদাবাদঃ সাতসকালেই শেষ হয়ে গেল একটি তরতাজা প্রাণ। জানা যায়, মুর্শিদাবাদের নবগ্রাম ৩৪ নম্বর জাতীয় সড়কে দ্রুত গতিতে আসা একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালেন সামসেরগঞ্জের জয়কৃষ্ণ এবিএস বিদ্যাপীঠের সুব্রত হাজরা নামে একজন শিক্ষক।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো বিদ্যালয় যাওয়ার জন্য বাস ধরবেন বলে বাসস্টান্ডে দাঁড়িয়েছিলেন। কিন্তু আচমকা পিছন দিক থেকে একটি ট্রাক এসে পিষে দিয়ে চলে যায়। আর গোটা রাস্তা রক্তে ভেসে যায়। এরপর ঘটনাস্থলেই সুব্রতবাবু প্রাণ হারালেন।
Sponsored Ads
Display Your Ads Here
পরে নবগ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। এর পাশাপাশি ঘাতক ট্রাকটিকেও আটক করেন। কিন্তু ততক্ষ্ণে ট্রাক চালক পলাতক।
Sponsored Ads
Display Your Ads Here