নিজস্ব সংবাদদাতাঃ দিল্লিঃ রাজধানীর বুকে এবার কোচিং সেন্টারের বাইরে ছাত্রকে লাগাতার কোপানোর অভিযোগ উঠেছে ২৫ বছর বয়সী শিসপাল নামে এক জন এক যুবকের বিরুদ্ধে।
সূত্রের ভিত্তিতে জানা গিয়েছে, গতকাল শিসপাল ও তার ভাই কোচিং সেন্টারের সামনে দাঁড়িয়ে ঝামেলা করছিলেন। যারা পড়তে আসছিল তাদের কুকথা বলছিল। এতে কোচিং সেন্টারের মালিক এডি মহেশ বাধা দিলে মহেশকেই মারধর শুরু করে। তখন বাকি পড়ুয়ারা বাঁচাতে এগিয়ে আসে।
তখন শিসপালের ভাই একটি ছুরি দিতেই শিসপাল অভিষেক নামে এক ছাত্রকে ছুরি দিয়ে অনবরত কোপাতে থাকে। এরপর শিসপালের ভাই বাড়িতে পালিয়ে যায়। তারপর তড়িঘড়ি অভিষেককে আহত অবস্থায় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে আবার সেখান থেকে এমসে স্থানান্তর করা হয়।
পুলিশ খবর পেয়ে অভিযুক্ত শিসপালকে ধরতে বাড়িতে গেলে সে ছাদ থেকে পুলিশকে লক্ষ্য করে পাথর ছুঁড়তে থাকেন। যদিও শেষ অবধি পুলিশ শিসপাল সহ তার ভাইকে গ্রেফতার করেন। এছাড়া এই ধরণের ঘটনা ঘটানোর কারণ কি সেই সম্পর্কে জিজ্ঞাসাবাদ চালানোর পাশাপাশি পুরো ঘটনাটি ভালোভাবে খতিয়ে দেখছেন।