নিজস্ব সংবাদদাতাঃ নদীয়াঃ আজ নদীয়ার করিমপুরে টিউশন পড়তে যাওয়ার পথে আচমকা এক ছাত্রীকে দা দিয়ে কোপ মারে এক জন যুবক। মৃতা ১৮ বছর বয়সী স্নেহা চক্রবর্তী। জামশেদপুর উচ্চ বিদ্যালয়ে দ্বাদশ শ্রেণীতে পড়ত। বাড়ি হোগলবাড়িয়া থানা এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় তিন বছর থেকে স্নেহার ব্রজেন মণ্ডল নামে ওই যুবকের সাথে প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু সম্প্রতি স্নেহার বাবা ব্রজেনের নামে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। এতে এই সম্পর্কের অবনতি হয়। এরপর থেকে স্নেহা আর তার সাথে সম্পর্ক রাখতে চায়নি। তবে তাকে ব্রজেন সম্পর্কে থাকার জন্য চাপ দিত।
আর এদিন ব্রজেন রাগের বশে স্নেহার উপর মাঝরাস্তায় ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয়ে এলোপাথাড়ি কোপ মারে। তারপর স্নেহার চিৎকার শুনে স্থানীয় কয়েক জন ছুটে এসে দ্রুত রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে করিমপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
এরপরেই অভিযুক্ত ব্রজেন থানায় গিয়ে আত্মসমর্পণ করে। পুলিশ পুরো ঘটনাটি ভালোভাবে খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে সমগ্র এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।