নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশঃ দেরী করে ঘুম থেকে ওঠায় মায়ের বকা খেয়ে অভিমানে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলো দ্বাদশ শ্রেণীর সংস্কৃতি সিংহ নামে ১ পড়ুয়া। উত্তরপ্রদেশের লখনউতে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে।
পরিবার সূত্রে জানা গেছে, সামনেই বিদ্যালয়ের বাৎসরিক পরীক্ষা ছিল। কিন্তু পড়াশোনা না করে বেলা অবধি ঘুমোনোর জন্য মা বকাবকি করায় সংস্কৃতি অভিমানে ঘরের দরজা বন্ধ করে গলায় ফাঁস দেয়। এরপর বহু ডাকাডাকির পরেও দরজা না খোলায় প্রতিবেশীদের সাহায্যে দরজা ভেঙে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে মৃতদেহ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠান। এই ঘটনাকে কেন্দ্র করে পরিবার জুড়ে শোকের কালো ছায়া নেমে এসেছে।