নিজস্ব সংবাদদাতাঃ বেঙ্গালুরুঃ বেঙ্গালুরুর মুনেকোলালু এলাকার বাসিন্দা ৭ বছর বয়সী নীতিশ রাস্তা দিয়ে হেঁটে বিদ্যালয়ে যাওয়ার সময় মাঝপথেই একটি স্কুলবাস ধাক্কা মারতই নীতিশ ছিটকে পড়ায় মাথায় লেগেছিল। কিন্তু ফেটে যায়নি।
বাস চালক ধাক্কা মেরেছেন বুঝতে পেরেই তৎক্ষণাৎ বাসটিকে দাঁড় করান। ততক্ষণে শিশুটি উঠে দাঁড়িয়েছিল। এরপর বাস চালক নীতিশকে জল খাইয়ে দেন। আর নীতিশ স্বাভাবিক কথা বলছে দেখে বাস চালক ফের বাস নিয়ে চলে যান। তারপর শিশুটি আবার হেঁটে বিদ্যালয়ে চলে যায়।
কিন্তু ক্লাস করার সময় হঠাৎই জ্ঞান হারিয়ে পড়ে যায়। এই খবর জানাজানি হতেই শিক্ষকরা ছুটে এসে দেখেন, নীতিশের মাথার পিছন দিকটা বেশ ফোলা। এরপরেই দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সেখান থেকে অন্য একটি হাসপাতালে স্থানান্তরিত করা হলে চিকিৎসকরা জানান, অনেক আগেই নীতিশের মৃত্যু হয়েছে।
হাসপাতাল থেকে পুলিশের কাছে খবর দেওয়া হলে পুলিশ নীতিশের বাড়ি থেকে বিদ্যালয়ে যাওয়ার পথে যে সব সিসিটিভি ক্যামেরা ছিল, সেগুলি খতিয়ে দেখেন। আর সিসিটিভি ফুটেজে গোটা বিষয়টি জানা যায়। তারপর মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ বাস চালককে গ্রেফতার করেছেন।