মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ মাধ্যমিকের ফল বেরোনোর আগেই গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলো উত্তর চব্বিশ পরগণার মছলন্দপুরের সাদপুর এলাকার এক জন ছাত্রী। এই ঘটনাকে কেন্দ্র করে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। মৃত ছাত্রী ১৬ বছর বয়সী বৃষ্টি পোদ্দার।
পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃষ্টিকে ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়নার ফাঁসরত অবস্থায় ঝুলন্ত উদ্ধার করা হয়। এছাড়া ঘর থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করা হয়েছে। এই ঘটনাটি জানতে পারা মাত্রই পরিবারের সদস্যরা তাকে হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
বৃষ্টির ঘর থেকে যে সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে তাতে লেখা রয়েছে, ‘‘আমি প্রথম হতে পারব না। পরিবারের সম্মান যাতে ধুলোয় মিশে না যায়, তাই নিজেকে আর বাঁচাতে পারলাম না।’’