নিজস্ব সংবাদদাতাঃ নদীয়াঃ গতকাল নদীয়ার রানাঘাট থানার অন্তর্গত আনুলিয়া এলাকায় প্রেমিকের সঙ্গে কথা কাটাকাটির পরই চূর্ণী নদীর ব্রিজ দিয়ে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছে আনুলিয়া হাইস্কুলের একাদশ শ্রেণীর ১ ছাত্রী। মৃতের নাম অন্বেষা বর্মন। বাড়ি রানাঘাটের নন্দীঘাট এলাকায়।
জানা গেছে, অন্বেষা টিউশন থেকে বেরিয়ে অটো করে চূর্ণী নদীর ব্রিজের সামনে চলে যায়। এরপর চূর্ণী নদীর ব্রিজের উপরেই এক যুবকের সাথে দেখা করে। কিন্তু তাদের মধ্যে কথা কাটাকাটি হওয়ায় আচমকা সে ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দেয়। তারপর প্রত্যক্ষদর্শীরা রানাঘাট থানার পুলিশকে খবর দেন।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে অন্বেষার ব্যাগ উদ্ধার করে ব্যাগ থেকে পরিচয় পত্র বের করে পরিবারের কাছে খবর দেন। তবে অন্ধকার নেমে আসায় আজ সকালবেলা বিপর্যয় মোকাবিলা কর্মীরা নদীতে নামেন। এই ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। পাশাপাশি পুলিশ সম্পূর্ণ ঘটনাটির তদন্ত শুরু করেছেন।