নিজস্ব সংবাদদাতাঃ ঝাড়খণ্ডঃ সোমবার ঝাড়খণ্ডের ধানবাদের তেঁতুলমাড়ি এলাকায় এক জন স্কুলছাত্রীর মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ উঠেছে, ওই ছাত্রী টিপ পরে যাওয়ার কারণে শিক্ষক মারধর করায় সে আত্মহত্যা করে।
গতকাল ওই ছাত্রীর পরিবারের বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে শিক্ষকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করার দাবী জানিয়েছেন। পুলিশ খবর পেয়ে অভিযোগের ভিত্তিতে ওই শিক্ষককে গ্রেফতার করেন।
শিশু অধিকার সংরক্ষণের জাতীয় কমিশনের মুখ্য আধিকারিক প্রিয়ঙ্ক কানুনগো টুইটের মাধ্যমে এই ঘটনার উল্লেখ করে শোকপ্রকাশ করেছেন। কমিশনের তরফ থেকে বিশেষ দল প্রস্তুত করে ধানবাদের বিদ্যালয়ে তদন্তের জন্য পাঠানো হবে বলে জানানো হয়েছে।
শিশু কল্যাণ কমিটির মুখপাত্র উত্তম মুখোপাধ্যায় প্রিয়ঙ্ক কানুনগোর টুইটের উত্তরে বলেন, ‘‘এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমি ওই ছাত্রীর পরিবারের সাথে গিয়ে দেখা করে এসেছি। এমনকি জেলার আধিকারিককেও খবর দেওয়া হয়েছে।’’