নিজস্ব সংবাদদাতাঃ জম্মু-কাশ্মীরঃ সন্ত্রাসবাদীদের সঙ্গে সংঘর্ষে এক জওয়ানের মৃত্যু। শনিবার জম্মু-কাশ্মীরের কুলগাম জেলায় জঙ্গিদের সঙ্গে মোকাবিলায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ওই জওয়ান। শেষ পর্যন্ত তাঁর মৃত্যু হয়েছে বলেই জানা গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, কুলগাম জেলায় মোদারগাও গ্রামে দুই, তিনজন জঙ্গির লুকিয়ে থাকার খবর পায় গোয়েন্দা বিভাগ। এরপর সিআরপিএফ, সেনাবাহিনী এবং স্থানীয় পুলিশ একসঙ্গে অভিযান চালায়। জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়েই শুরু হয় তল্লাশি অভিযান। এই ঘটনা প্রসঙ্গে কাশ্মীর জোন পুলিশের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয় যে, ‘‘কুলগামে গুলি চলেছে। পুলিশ এবং নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে উপস্থিত।’’ প্রসঙ্গত, জম্মু ও কাশ্মীরের বিভিন্ন জেলা জুড়ে সন্ত্রাসবাদীদের হামলার পরিমাণ বেড়েছে। নিরাপত্তা বাহিনী ডোডা জেলার গান্দোহ এলাকায় সফলভাবে তিন সন্ত্রাসীকে নিষ্ক্রিয় করেছে।
Sponsored Ads
Display Your Ads Here